sheikh-k
11/3/2016 - 1:52 PM

Music NOTES.txt


R&B = short for rhythm and blues. (one genre of music)

Karaoke Song / Karaoke = The music is typically an instrumental version of a well-known popular song. Lyrics are usually displayed on a video screen, along with a moving symbol, changing color, or music video images, to guide the singer. In China and Cambodia, a karaoke box is called a KTV.


go to related artist =======>>>>>
https://www.youtube.com/results?search_query=OMNIA

Go forward from here
endPoint: https://m.facebook.com/groups/114881365378370?bacr=1366310176%3A114999148699925&refid=18
new point: https://m.facebook.com/groups/114881365378370?bacr=1366837003%3A118034668396373&refid=18
https://m.facebook.com/groups/114881365378370?bacr=1380981414%3A164377753762064&refid=18
https://m.facebook.com/groups/114881365378370?bacr=1396080915%3A219304358269403&refid=18
old point: https://m.facebook.com/groups/114881365378370?bacr=1403432677%3A241799166019922&refid=18




Strum / Strum kora = Elopatari ba ekgheye vabe kono bajna bajano / Anarir moto bajano

3 basic things of music ::::::: Tempo = loy; Scale = Sur; Beat = taal

Solo Album = ekok album / single artist album
DUET song

Typical common Memers of  a Band ::::::- Vocals , Bass / Bass guitar / Basist , Lead Guitar / Guitar / Guitarist , Drums, Keyboard, 

Get familiar with music related TERMS like :::::- Bitrate, Channels, Frequency , Duration, Artist, Album, Size
- File: Bibekchuto Manob-Recall .mp3
- Size: 10.2 Mb
- File Info:
- Channels: Stereo
- Frequency: 44100 Hz
- Bitrate: 320 kbps
- Duration: 04:27 min
- Artist: Recall 
- Album: Unreleased

are mia tomar guitar ta to DISTUNED
vaiiaa ,,, gotokal rate ami akta PICKING tulci

EP = An EP (short for extended play) is a musical recording that contains more music than a single, but is usually too short to qualify as a full studio album or LP.

যেমন ধরেন, আমি নিজেও আসলে মেটাল খুব শুনি না , কান বেথা করে সফট - ক্লাসিক - পপ এ অভ্যস্ত - তাই দেখেন না কেমন ঠাণ্ডা মানুষ [তবে গরম হইলে কিন্তুক খাইসি তোরে টাইপ অবস্থা ] 

Ami abar WESTERN MUSIC (eng) ER BISHAL BORO FAN......

Psychedelic rock is a style of rock music that is inspired or influenced by psychedelic culture and attempts to replicate and enhance the mind-altering experiences of psychedelic drugs.

আধুনিক রক গানের শুরু হয় মুলতঃ ৫০ এর দশকে তবে এর জোয়ার শুরু হয় ৫৫ এর পর থেকে। যেসব গ্রেট লিজেন্ডগন এ জোয়ার এনেছেন তাদের গান ও শুনতে পারেনঃ Bill Haley, Elvis Presley, Carl Perkins, Chuck Berry, Jerry Lee Lewis
তবে ৫৫ থেকে ৭০ এর মধ্যে রক গানের অনেক বিবর্তন ঘটে এবং অনেক নতুন ধারার এবং শিল্পির আবির্ভাব হয়, এবং তখন থেকেই শুরু হয় আধুনিক রক মিউজিকের স্বর্ণযুগ। এদের নাম বলে শেষ করা যাবে না, তার পর ও সেরা কয়েকজনঃ জন লেনন (সাবেক বিটলস ব্যান্ড), বব ডিলান, ক্যাট স্টিভেন্স, জিম মরিসন (ডোরস ব্যান্ড), জিমি হ্যান্ড্রিক্স, জোয়ান বায়েজ, পল সায়মন, নিল ইয়ং, ব্রুস স্প্রিংস্টেন এর গান শুনতে পারেন, এবং ব্যান্ড দল শিকাগো , মাউন্টেন, লেড জেপেলিন এর গানও শুনতে পারেন, এরা সব লিজেন্ড ।
+
ফ্যাশন সময়ের হলেও গান কিন্তু শাশ্বত মানে সব সময়ের, ভাল গান কখনও পুরনো হয় না সব সময় ভাল লাগে। তবে যেহেতু আধুনিক রক গানের শুরু ৬০ এর দশক থেকে, ধরে নিচ্ছি আপনার তার আগের গান ভাল লাগে। তার আগের গান বলতে মুলত জ্যাজ, ব্লুজ এবং কান্ট্রি মিউজিক বুঝায়। আপনি এ ধরনের গান শুনতে চাইলে, নিচে কয়েকজন লিজেন্ডের নাম দিচ্ছি এদের সেরা গান গুলি শুনতে পারেন।
ব্লুজঃ B B King, Robert Johnson, Muddy Waters
জ্যাজঃ Louis Armostrong, Miles Davis, Ray Charles, Charlie Parker, John Coltrane, Bill Evans
কান্ট্রিঃ Johnny Cash, Ray Price, Willie Nelson, Marty Robbins, Johnny Horton


any metalheads here???

Riff / Riffs :::: Metal Riff / guitar Riff / metal guitar Riffs

Discography , EP, OST

WTF???
বিবর্তনে বাংলার গান: আজকের হালচাল
http://www.somewhereinblog.net/blog/nastikerdharmakathablog/29072387

বিষয়টা মেটাল,কিঞ্চিৎ মেন্টালও 
http://www.sachalayatan.com/guest_writer/44175

মেটাল গান। । মেটাল গানের ধারা,উপ-ধারা।
http://www.somewhereinblog.net/blog/praise_of_death/29563967
বাংলাদেশে মেটাল গানের শ্রোতা দিনদিন বেড়ে চলছে। বাংলাদেশেও মেটাল ব্যান্ডের সংখ্যা নেহায়েত কম নয়। শ্রোতার সাথে সাথে ব্যান্ডও বেড়ে চলছে অবিরত। বাংলাদেশে মেটাল ব্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড গুলো হচ্ছে ওয়ারফেজ,আর্টসেল,অর্থহীন,ক্রিপ্টিক ফেট,স্টেনটোরিয়ান,পাওয়ারসার্জ, ক্রিমেটিক এক্স,ডি-এ্যালুমিনেশন,রেডিও অ্যাকটিভ,মেকানিক্সসহ আর অনেক ব্যান্ড। অনেকে ব্ল্যাক-এর কথাও বলে যদিও ব্ল্যাক হল মূলত রক ব্যান্ড। 

ফ্র্যাঙ্ক ওসেন বলেছিলেন- When you're happy, you enjoy the music. But when you're sad, you understand the lyrics.

 প্রত্যেক যুগেই কোনো না কোনো ব্যান্ডের আগমন ঘটে, যারা ঐ সময়টাকে ছাপিয়ে টাইমলাইনের ব্যারিয়ারকে ভেঙ্গে চুরমার করে দেয়। যদিও এসব ব্যান্ডের সংখ্যা একেবারেই হাতেগোনা তবুও শুধু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যেই হাজার হাজার দুর্দান্ত ব্যান্ডের অস্তিত্ব রয়েছে। ওদের অলিতে-গলিতে ব্যান্ড। একটার চেয়ে অন্যটা কোনো অংশে কম যায়না। আমার ব্যক্তিগত ধারনা, ব্যান্ড মিউজিকে স্ক্যান্ডিনেভিয়ানরা একদম সুপিরিওর। এক্ষেত্রে ওদের থেকে বেটার মিউজিক প্রোডিউস করা প্রায় বেসম্ভব।

যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমার পছন্দের ৫ জন ভোকালের নাম বলতে তবে কার কার নাম বলবো সেটা নিয়ে খুউব ভাবতে হবে। কিন্তু নিঃসন্দেহে মার্কো সারেস্টো এর নাম সেরা ৫ এ থাকবে। এমন মেলোডিয়াস ভয়েস শুধু ব্যান্ড জগতে কেন, পুরো মিউজিক জগতে বিরল।

বলছিলাম Poets of the Fall ব্যান্ডের কথা। এ ব্যান্ডেরই ভোকাল মার্কো সারেস্টো। ২০০৩ সালে জন্মানো রক জনরার এই ফিনল্যান্ডের ব্যান্ডটি যে কি পরিমান অসাধারন মিউজিক প্রোডিউস করে সেটা ওদের না শুনে থাকলে বোঝানো সম্ভব না।

John Lennon ::: শুধুমাত্র গানের দুনিয়ারই নয় গোটা পৃথিবীর গত ৫০ বছরের ইতিহাস একেবারে অন্য রকমের হতো যদি শুধুমাত্র এইমানুশটির জন্ম না হতো।
এক ভিন্ন রকমের কল্পনা করতে শিখিয়ে দিয়ে নিজেই পালিয়েছেন

Beats Studio® হেডসেট (রেপ্লিকা)
http://www.ajkerdeal.com/DealDetails.aspx?DI=17514&CatName=%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C

এইটা যে বানাইছে তারে একখান গ্র্যামি দেওয়া তো ফরজ  ...  কি বলেন? 

আপনার সাউন্ডবক্সের অথবা হেডফোনের বেইস ভালো থাকলে, একবার ট্রাই করে দেখুন হাল্কা হাল্কা ভালো লাগা কাজ করলেও করতে পারে

Nickleback type এর মত আর কয়েকটা band বলেন্তো হার্ড মেটাল যাদের হেডফুনে শুনে মজা পামু । Linkin park শুনিনা । ...
comments:::
* Creed. Alter. Benjamin shs (3 bands most probably)
* I don't like 3 doors
* Seether
* my most favourite hardRockBand - 'Slipknot'


আমাদের দেশের আন্ডারগ্রাউন্ড মেটাল সিনে থ্রাশ মেটাল, প্রগ্রেসিভ মেটাল, হেভি মেটাল, ব্ল্যাক মেটাল, ডেথ মেটাল ইত্যাদি সহ আরো অনেক জেনরের ব্যান্ডের প্রাচুর্য থাকলেও কেন জানি প্রচুর শ্রোতা থাকার পরও ‘মেলোডিক ডেথ মেটাল’ জেনরের ব্যান্ডের সংখ্যা খুবই কম। অথচ মেটালের তুমুল জনপ্রিয় ধারাগুলোর একটি হলো মেলোডিক ডেথ মেটাল। ডার্ক ট্রাংকুইলিটি, ইন ফ্লেমস, অ্যাট দ্যা গেটস, ক্যালমাহ, চিলড্রেন অব বডম, ইনসমনিয়াম, অ্যামন আমার্থ, আর্চ এনিমি ইত্যাদি ব্যান্ডের মাধ্যমে এই ধারার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে বিশ্বের আনাচে কানাচে।
আমাদের দেশে যেসব মেলোডিক ডেথ মেটাল ব্যান্ড আছে তার মধ্যে ২০১৩ সালের আগে ইপি/অ্যালবাম রিলিজ হয়েছে এরকম কোন ব্যান্ড ছিলনা। ২০১৩ সালে Hallucination ব্যান্ড রিলিজ করে ৫ টি বাংলা এবং ৩ টি ইংরেজী ট্র্যাকের সমন্বয়ে ‘কৃত্রিম পৃথিবী’ নামের ফুল লেংথ অ্যালবাম। এর পর ২০১৫ সালে এসে আন্তর্জাতিক পরিসরে রিলিজ হয় দ্বিতীয় বাংলাদেশী মেলোডিক ডেথ মেটাল অ্যালবাম ‘Amavashya Lore’। এই অ্যালবামটির পরিচিতি নিয়েই আজকের এই লেখা।
Ionic Bond বন্দরনগরী চট্টগ্রাম থেকে উঠে আসা একটি মেলোডিক ডেথ মেটাল ব্যান্ড। চিটাগং আন্ডারগ্রাউন্ড মেটাল সিনের খুবই পরিচিত এক নাম। গত ১৭ই মে ২০১৫ তারা রিলিজ করেছে তাদের প্রথম ফুল লেংথ অ্যালবাম Amavashya Lore (আমাবস্যা রাতের লোককাহিনী)। Incursion Music এবং Qinetic Music এর ব্যানারে রিলিজ হওয়া এই অ্যালবামটিতে মোট ১২ টি ট্র্যাক রয়েছে।
বাংলাদেশী কোনো মেলোডেথ ব্যান্ড তাদের প্রথম রিলিজেই শ্রোতাদের এমন চমৎকৃত করবে এমনটা আশা করিনি। যদিও আগে রিলিজ হওয়া কয়েকটা সিঙ্গেল এবং অ্যালবাম রিলিজের ২-৩ মাস আগে থেকে পেজে দেয়া প্রমোগুলো শুনেই বুঝতে পেরেছিলাম বিশেষ কিছু একটা হতে যাচ্ছে। তাদের পেজে গিয়ে প্রমো গুলো শুনতে পারবেন। তাছাড়া অ্যালবামের মেকিং প্রসেস নিয়ে তারা Road to 'Amavashya Lore' নামের দুটি ‘মেকিং অফ’ ভিডিও পোস্ট করেছে তাদের পেজে। নিচে লিংক দেয়া হলো।
Road to 'Amavashya Lore' Part 01 - https://goo.gl/68vZZw
Road to 'Amavashya Lore' Part 02 - https://goo.gl/wqoDnR
গর্জিয়াস ভোকাল, পাওয়ারফুল লিরিকস, সুপার ফ্রেশ রিফস, অসাধারণ লিড সলো, বৈচিত্রময় কি-বোর্ডের কাজ সাথে হাই কোয়ালিটি মিক্সিং-মাস্টারিং। সবমিলিয়ে ওয়ার্ল্ডক্লাস একটা মেলোডেথ অ্যালবাম। ‘মেলোডিক ডেথ মেটাল’ এর ‘মেলোডি’ কি জিনিস তা আপনাকে প্রতিটি মিনিটেই অনুভব করিয়ে ছাড়বে ‘Amavashya Lore’। সিম্পনিক মেলোডিক ডেথ মেটাল সাউন্ড যোগ করার জন্য এতে সিম্পনিক অর্কেস্ট্রা এরেঞ্জমেন্ট ব্যবহার করা হয়েছে। যা অ্যালবামে ভিন্ন মাত্রা যোগ করেছে। অ্যালবামের প্রোডাকশন হাউস SJ Studio অ্যালবামে মডার্ণ সাউন্ড যোগ করার জন্য ভালোই খেটেছে যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা যায়। এবং এতে তারা পুরোপুরি সফল।
Eluveitie ভক্তদের জন্য সুখবর হিসেবে এই অ্যালবামে আছে সুইস ফোক মেটাল ব্যান্ড Eluveitie এর বিখ্যাত Inis Mona গানের কভার ট্র্যাক। হুবহু অরিজিনাল টার মত নয়, তারা নিজেদের ধাঁচেই সংগীতায়োজন করেছে কভার ট্র্যাকটির।
Kalmah ভক্তদের জন্যও দারুন উপহার রেখেছে জনপ্রিয় ফিনিশ মেলোডেথ ব্যান্ড ক্যালমাহ এর সংগীত দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত এই ব্যান্ডটি। ১৯৭১ এর ২৫শে মার্চের কালোরাতের বিভীষিকা নিয়ে লেখা অ্যালবামের Searchlight Kill নামক ট্র্যাকটি এতটা নিখুঁতভাবে ক্যালমাহ ধাঁচে তৈরী করা হয়েছে, ক্যালমাহ এর লিক হওয়া কোন সিঙ্গেল শুনছেন ভেবে ভুল করতেই পারেন। হুবহু ক্যালমাহ স্টাইলের ভোকাল, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। সবমিলিয়ে ক্যালমাহ এর গানগুলোর মতোই পাগলাটে এক গান!
মেটাল মিউজিক ভক্তদের এই অ্যালবামটা মিস করা কিছুতেই উচিত হবেনা। আপনি মেলোডিক ডেথ মেটাল বা এক্সট্রিম ধারার মেটাল গানের ভক্ত না হলেও এই অ্যালবাম শুনেই আপনার মেলোডিক ডেথ মেটালের ভক্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মাত্র ৭০ টাকায় পাওয়া যাচ্ছে এই মেলোডেথ মাস্টারপিস সিডিটি। সিডি, ডিজিটাল ডাউনলোড সহ অ্যালবাম কেনার সব ধরনের সুবিধাই রেখেছে তারা। 

আমি মধ্যবিত্ত। ভীষনভাবে মধ্যবিত্ত। তবে টিপিক্যাল মধ্যবিত্ততাটাকে আমি মেনে নিতে পারিনা…তবে জানিনা কতদিন সংসার, দায়িত্ত্ব, আড়ষ্ঠতা এসব থেকে মুখ ফিরিয়ে রাখতে পারব। আমি চাইনা আমার চিন্তার জগত টা কখনো সীমাবদ্ধ হয়ে যাক। আমার কল্পনা করতে ভাল লাগে। এই ছোট শহর টাতে বসে মনটা কখন যেন কলকাতায় চলে যায়, ভিসা পাসপোর্ট নামক কোন আনুষ্ঠানিকতা ছাড়াই। যেমনঃ একটা বাড়ি । বাড়িটার গায়ে নোটিশ টাংগানো “ বসবাসের জন্য বিপদজনক”। তবু দিব্যি কিছু মানুষ রোজকার কাজ করে যাচ্ছে সেখানে, সাইনবোর্ডের লেখা গুলা হয়ত ধূসর হয়ে যাচ্ছে কিন্তু ওখানে বসবাস কারী মানুষ গুলার সপ্ন গুলা সামান্য ও বিবর্ন হয়নি। নিয়ন আলোর নিচে শহরটা কেমন অদ্ভুত দেখায় না ? এটা চোখে পড়ে না রাত পূজারী কিছু মানুষের যাদেরকে রাতটাই অন্ন যোগায়। অর্থনীতির কিছু টিপিক্যাল কিছু নিয়মকে রোজ অল্প অল্প করে বিকিয়ে যাচ্ছে নিজেদেরকে। নিজের শহরেই নিজের প্রথম প্রেমিকাটাকে অন্যের হাত ধরে হাটতে দেখলে কেমন অনুভূতি হয় ? এটাও ভেবেছি একসময়। ভেবেছি নিকোটিন কিভাবে পারে অনুভূতি গুলাকে অবশ করে দিতে !!! মাইনে পাওয়ার দিন টার অপেক্ষায় দিন গুনতে থাকা মধ্যবিত্ত, ক্লাসের সবচে খারাপ দেখতে ছেলেটার দুম করে প্রেমে পড়ে যাওয়া, চাকরীর খোজে সদ্য গ্রাজুয়েটেড ছেলেটার জুতার সোল পালটানো আর প্রেমিকার কাছে ফুরিয়ে আসতে থাকা স্বান্তনাবাণী, সকালের চা থেকে দিনের শেষ সিগ্রেট টার সাথে করে চলা আপোষ এসব নিয়ে ভাবতে ভাবতেই দিন চলে যায়। আগে এমন ছিলাম না। হঠাত করেই কিছু অনাকাংক্ষিত শূণ্যতা তৈরী হয়েছিল বয়ষ্কালের একটা সময়ে আর সেখানেই জায়গা করে নেয় অঞ্জন দত্ত, পরশপাথর, ক্যাকটাস, কবির সুমন, John Lenon, Bob Deylan, In the court of the crimson king সহ আরো অনেক মানুষ অনেক গান । ব্যাস…তারপরই একটা নতুন দর্শনের খোজ পেলাম।


ঘুম থেকে ওঠার পর যখন তাদেরকে সপ্নটার কথা বলেছি প্রতিবারই কেন জানি অবহেলিত হয়েছি। আর আমি অবহেলা সহ্য কর্তে পারিনা, কারন নিজেকে কখনোই অতটা সস্তা মনে হয়নি আমার। ব্যাস … তখন থেকে তুলে নিই গিটার । 
আমি নিজেকে সৌভাগ্যাবান ই বলব কারন ঐ সিচুয়েশানে প্রায়শই ছেলেদের হাতে সিগারেট উঠে বাট আমি A minor, D minor, G major গুলা তুলে নিয়েছিলাম। 

asha korbo bangla song gular moto english gula o catagory kore deya hobe..spacilly adams,jhon lenon,gun and rose,scropin,skillet,akcent,maya,lp,emenim.enigma..etc

‎মিউজিক অ্যাডিক্ট = https://m.facebook.com/groups/114881365378370?refid=18&__tn__=C
আমি কখনোই মেটাল ব্যান্ডের গানগুলি খুব একটা পছন্দ করতাম না আর এখনো যে খুব একটা করি তা না,আর এজন্য আমাকে অনেকবার খ্যাত নামে ডাকে আমার বন্ধুরা। তবে..... কিছুদিন আগে আমি Nightwish ব্যান্ডের একটা গান শুনে পুরা হ্যাং হয়ে আছি এখন পর্যন্ত। গানটার নাম হচ্ছে While Your Lips Are Still Red. গানটা মুলত Symphonic Rock ধাচের। অসম্ভব সুন্দর Vocal আর keyboard এবং Violin এর অনন্য সুন্দর ব্যাবহারে গানটা চলে গেছে অন্য Level এ। মূলত যারা Soft Rock বা Alternative Rock Genre পছন্দ করেন তাদের গানটা অবশ্যই শোনা উচিত।
m.youtube.com/watch?v=Kmiw4FYTg2U


Metal song / METAL / metal rock / metal bands song / ::::

Symphonic rock :::: is a subgenre of progressive rock. Since early in progressive rock's history, the term has been used to distinguish more classically influenced progressive rock from the more psychedelic and experimental forms of progressive rock.

SYMPHONY:::: A symphony is an extended musical composition in Western classical music, most often written for orchestra.

Alternative rock / Alternate ROCK::: (also called alternative music, alt-rock or simply alternative) is a genre of rock music that emerged from the independent music underground of the 1980s and became widely popular by the 1990s.

SOFT ROCK :::: rock music with a less persistent beat and more emphasis on lyrics and melody than hard rock has.